ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

রাজনীতি

বাঁশখালী ও নাজিমুদ্দিন সামাদ হত্যার প্রতিবাদে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০১, এপ্রিল ৭, ২০১৬
বাঁশখালী ও নাজিমুদ্দিন সামাদ হত্যার প্রতিবাদে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারায় আন্দোলনকারী গ্রামবাসীকে পুলিশ ও এস আলম গ্রুপের গুলি করে হত্যা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও সিলেটের গণজাগরণ মঞ্চের কর্মী নাজিমুদ্দিন সামাদকে হত্যার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৭ এপ্রিল) বিকেলে নগরীর গাঙ্গিনারপাড় মোড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন করে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) ময়মনসিংহ জেলা শাখা।

ছাত্রফ্রন্ট নেতা ফজলুল হক খান রনির সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন জেলা বাসদের সমন্বয়ক ডা. এস এম আমিনুল ইসলাম রিংকু, জেলা ছাত্রফ্রন্টের সভাপতি মঞ্জুরুল হাসান মনি, আনন্দ মোহন কলেজ ছাত্রফ্রন্টের সভাপতি আল ফারাবী, বাকৃবি ছাত্রফ্রন্টের সভাপতি সিফাত হোসাইন ও সাধারণ সম্পাদক সৌরভ দাস।

বক্তারা এসব হত্যার তীব্র প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, এপ্রিল ০৭, ২০১৬
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।