ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

রাজনীতি

সরকার মানুষের কথা ভুলে গেছে

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪৩, এপ্রিল ৮, ২০১৬
সরকার মানুষের কথা ভুলে গেছে

ঢাকা: ২০ দলীয় জোটের অন্যতম শরীক দল ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি (এনডিপি) চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্ত্তজা শুক্রবার (৮ এপ্রিল) এক বিবৃতিতে বলেছেন, বর্তমান সরকার বিনা ভোটে নির্বাচিত হওয়ার পর সাধারণ মানুষের কথা একেবারেই ভুলে গেছেন।

 

সাধারণ মানুষ সীমাহীন দুর্ভোগে থাকলেও সরকারের কোনো মাথা ব্যথা নেই।

দফায় দফায় গ্যাসের মূল্য বৃদ্ধি করলেও আবারো গ্যাসের মূল্য বৃদ্ধি করার পায়তারা চলছে। তিনি গ্যাস ও বিদ্যুতের মূল্য না বাড়িয়ে স্বেচ্ছায় পদত্যাগের আহ্বান জানান।

তিনি অভিযোগ করেন, শুধু জাতীয় সংসদ নির্বাচনে নয়, পৌর নির্বাচনসহ চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনেও জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। দেশ এখন তুঘলকি কায়দা চলছে। এখানে নিয়ম-নীতির কোনো তোয়াক্কা নেই।

তিনি সরকারকে বলেন, কোনো অবস্থায় গ্যাসের মূল্যবৃদ্ধি করার চিন্তাও করবেন না। এতে করে আপনাদের সরকারের নড়বড়ে ভীত ভেঙে তছনছ হয়ে যাবে। অবিলম্বে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং সাধারণ মানুষের ভোট ও ভাতের অধিকার ফিরিয়ে দিতে মধ্যবর্তী নির্বাচন দিয়ে দেশের গণতন্ত্রের ধারা ফিরিয়ে আনুন।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০১৬
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ