ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

রাজনীতি

মেহেরপুরে ৮ মামলায় জামায়াত নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৯, এপ্রিল ১৯, ২০১৬
মেহেরপুরে ৮ মামলায় জামায়াত নেতা গ্রেফতার

মেহেরপুর: নাশকতা আট মামলায় মেহেরপুর জেলা জামায়াতের সাবেক কোষাধাক্ষ ও আমদহ ইউনিয়ন জাময়াতের সদস্য আব্দুল জব্বারকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে মেহেরপুর সদর উপজেলার বন্দর গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে আব্দুল জব্বারকে আটক করা হয়।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বাংলানিউজকে জানান, আট মামলার আসামি আব্দুল জাব্বার এতোদিন পলাতক ছিলেন। সম্প্রতি তিনি বাড়ি ফেরেন। খবর পেয়ে বিকেলে আব্দুল জব্বারের গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বিকেলেই তাকে আদালতের মাধ্যমে মেহেরপুর কারাগারে পাঠানো হয় বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০৩৬ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।