ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

রাজনীতি

লালপুরে বিএনপির শতাধিক নেতাকর্মীর আ’লীগে যোগদান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১১, এপ্রিল ২০, ২০১৬
লালপুরে বিএনপির শতাধিক নেতাকর্মীর আ’লীগে যোগদান ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোর: লালপুরে বিএনপির শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছেন।

বুধবার (২০ এপ্রিল) বিকেলে নবীনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে কারিগরী বিদ্যালয় ভবন, শহীদ মিনার ও ওয়াস ব্লকের উদ্বোধনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তারা যোগ দান করেন।

নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ ফুলের তোড়া দিয়ে বিএনপির নেতাকর্মীদের বরণ করে নেন।

স্থানীয় আওয়ামী লীগ নেতা আকবর আলীর সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আফতাব হোসেন ঝুলফু, সাধারণ সম্পাদক ইসাহাক আলীসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী।

লালপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসাহাক আলী বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।