ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

রাজনীতি

তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে খালেদার শোক

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৮, এপ্রিল ২০, ২০১৬
তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় মৃত্যুতে খালেদার শোক

ঢাকা: রংপুরের তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১৩ জন যাত্রীর প্রাণহানিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

বুধবার (২০ এপ্রিল) এক শোকবার্তায় বিএনপি চেয়ারপারসন বলেন, রংপুরের তারাগঞ্জে সড়ক দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন তাদের স্বজনদের মতো আমিও গভীরভাবে ব্যথিত, শোকাহত।

অপর এক শোকবার্তায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারাগঞ্জে সংঘটিত হৃদয়বিদারক সড়ক দুর্ঘটনায় ব্যাপক হতাহতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সহমর্মিতা জানান।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, এপ্রিল ২০, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।