ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘পাকিস্তানি যুদ্ধাপরাধীদের তালিকা প্রকাশ করা হবে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৩ ঘণ্টা, মে ৪, ২০১৬
‘পাকিস্তানি যুদ্ধাপরাধীদের তালিকা প্রকাশ করা হবে’ ছবি: আনোয়ার হোসেন ‍রানা-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পাকিস্তানি যুদ্ধাপরাধীদের নামের তালিকা খুব শিগগিরই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান।

 

বুধবার (৪ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণ-বিচার আন্দোলন’ নামে একটি সংগঠনের উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এ কথা জানান।

সমাবেশে অংশ নেয় বেশ কিছু শ্রমিক সংগঠন।

 

মন্ত্রী বলেন, ইতোমধ্যে ১৭৫ পাকিস্তানি যুদ্ধাপরাধীর নামের তালিকা প্রকাশ করা হয়েছে। আরও কিছু নামের তালিকা আমরা পেয়েছি, যা শিগগিরই প্রকাশ করা হবে।

দেশে যখন যুদ্ধাপরাধীদের বিচারের কাজ শেষ হচ্ছে, ঠিক সে মূহুর্তে স্বাধীনতাবিরোধীরা একের পর এক হত্যা-নির্যাতন করে যাচ্ছে বলে অভিযোগ করেন শাজাহান খান।

নৌমন্ত্রী বলেন, যু্দ্ধাপরাধীদের রক্ষায় পরিকল্পিতভাবে গুপ্তহত্যা চালানো হচ্ছে। যুদ্ধাপরাধীদের ক্ষমা নেই। ক্ষমা করা হবে না।

তিনি আরও বলেন, ৫ মে (বৃহস্পতিবার) এক ঘৃণ্য যুদ্ধাপরাধীর রায় হবে, সেখানে সর্বোচ্চ শাস্তি বহাল থাকবে বলে আশা করছি।

সমাবেশ শেষে ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস ঘোষণার দাবিতে জাতীয় সংসদের স্পিকার বরাবর স্মারকলিপি দিতে একটি মিছিল নিয়ে যায় ‘আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণ-বিচার আন্দোলন’। এতে নেতৃত্ব দেন শাজাহান খান।

বাংলাদেশ সময়: ১৯১১ ঘণ্টা, মে ০৪, ২০১৬
আরইউ/এসআরএস/জিসিপি/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।