ঢাকা: ২০২৪ সালের ঐতিহাসিক গণ-অভ্যুত্থানে শহীদদের স্মরণে আয়োজিত এক সমাবেশেছাত্র-জনতার প্রত্যাশা পূরণের লক্ষ্যে ৯ দফা প্রতিশ্রুতি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
ছাত্রদলের এ ৯ দফা প্রতিশ্রুতির মূল লক্ষ্য হলো শিক্ষাঙ্গনে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং একটি গণতান্ত্রিক ও জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে সহায়তা করা।
রোববার (৩ আগস্ট) বিকেলে শাহবাগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রকিবুল ইসলাম রাকিব এ প্রতিশ্রুতির কথা জানান।
প্রতিশ্রুতিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-
১. শিক্ষাঙ্গনে নির্যাতন ও সন্ত্রাস বিলোপ: ছাত্রদল গেস্টরুম নির্যাতন, গণরুম সংস্কৃতি এবং শিক্ষার্থীদের ওপর যেকোনো ধরনের রাজনৈতিক নিপীড়ন স্থায়ীভাবে বন্ধ করতে কাজ করবে।
২. নিরাপদ ক্যাম্পাস ও আবাসন: শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসে নিরাপদ আবাসন, পুষ্টিকর খাদ্য, বাসযোগ্য কক্ষ এবং শিক্ষার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে ছাত্রদল প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।
৩. নারীর সমান অংশগ্রহণ: শিক্ষাক্ষেত্রে এবং রাষ্ট্রগঠনের সকল পর্যায়ে নারীর সমান অংশগ্রহণ এবং তাদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার জন্য জোরালো উদ্যোগ নেওয়া হবে।
৪. দুর্নীতিমুক্ত শিক্ষাব্যবস্থা: বেকারত্ব দূর করতে কর্মমুখী ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থা চালুর পাশাপাশি, প্রশ্নফাঁস রোধ এবং সব ধরনের পরীক্ষা ব্যবস্থাকে দুর্নীতি ও জালিয়াতিমুক্ত করতে ছাত্রদল সোচ্চার ভূমিকা পালন করবে।
৫. ছাত্র সংসদ নির্বাচন: শিক্ষাঙ্গনে শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন নিশ্চিত করার জন্য ছাত্রদল জোরালো ভূমিকা রাখবে।
৬.গণতন্ত্র সুরক্ষা ও মানবাধিকার প্রতিষ্ঠা: দেশে যেন আর কখনো স্বৈরাচার বা ফ্যাসিবাদ গণতান্ত্রিক অগ্রযাত্রাকে ব্যাহত করতে না পারে, সে লক্ষ্যে ছাত্রদল মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকার এবং ভোটাধিকার সুরক্ষায় আপামর ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে কাজ করে যাবে।
৭. ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, ১৯৬৯,১৯৭৫ এর ৭ নভেম্বর,১৯৯০ এবং ২০২৪ সনের গণ-অভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্যের সাথে সঙ্গতিপূর্ণ এবং বাংলাদেশী জাতীয়তাবাদের ভাবধারার সাংস্কৃতিক চর্চা বেগবান করার লক্ষ্যে সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলন গড়ে তুলবে ছাত্রদল।
এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া দলের সিনিয়র নেতা ও সাবেক ছাত্রনেতারা সমাবেশে উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সঞ্চালনায় এ সমাবেশ হয়।
ইএসএস/জেএইচ