ঢাকা, রবিবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৫ মে ২০২৫, ২৭ জিলকদ ১৪৪৬

রাজনীতি

বাকৃবিতে ছাত্রলীগের কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বাস

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৬, মে ৪, ২০১৬
বাকৃবিতে ছাত্রলীগের কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বাস

বাকৃবি (ময়মনসিংহ): ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে শুভেচ্ছা জানাতে বিশ্ববিদ্যালয়ের বাস নিয়ে ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

কোনো ছাত্র সংগঠনের বিশ্ববিদ্যালয়ের বাস ব্যবহারের নিয়ম না থাকা সত্ত্বেও ছাত্রলীগের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের যানবাহন রাজনৈতিক কাজে ব্যবহার করেছেন।

বুধবার (০৪ মে) কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানে যোগ দিতে ত্রিশালে আসেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন। কেন্দ্রীয় নেতাদের শুভেচ্ছা জানাতে বিশ্ববিদ্যালয়ের একটি মাইক্রোবাস ও শিক্ষার্থীদের দু’টি বাসসহ বিশাল কর্মী বহর নিয়ে ত্রিশালে যান বাকৃবি শাখা ছাত্রলীগের পদপ্রার্থী নেতারা।

পরিবহন শাখার পরিচালক অধ্যাপক ড. আবদুল আলিমকে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি কথা বলতে অপারগতা প্রকাশ করে ছাত্রবিষয়ক উপদেষ্টার সঙ্গে কথা বলতে বলেন।

ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. জসিমউদ্দিন খান জানান, তিনি এ বিষয়ে কিছুই জানেন না।

বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, মে ০৪, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।