ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

রাজনীতি

বকশীগঞ্জে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আ’লীগ প্রার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৯, মে ৫, ২০১৬
বকশীগঞ্জে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আ’লীগ প্রার্থী

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী হাসান জোবায়ের হিটলার নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

বৃহস্পতিবার (০৫ মে) বিকেলে জামালপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে হাসান জোবায়ের হিটলার জানান, স্থানীয় পুলিশ প্রশাসনে পক্ষপাতমূলক আচরণ, নির্বাচনের প্রচারণায় বাধা ও দলীয় নেতাকর্মীদের মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে তিনি এ ঘোষণা দেন।
বুধবার বিকেলে জামালপুর জেলা প্রেসক্লাবে তিনি দ্রুত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে ১২ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিলেন। এ আল্টিমেটাম শেষ হওয়ার পরে পুলিশ কোনো ব্যবস্থা না নেওয়ায় তিনি নির্বাচন বর্জনের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, মঙ্গলবার স্বতন্ত্র প্রার্থী মোস্তুফা কামালের সমর্থকদের সঙ্গে হাতাহাতির ঘটনায় পুলিশ স্বপ্রণোদিত হয়ে আওয়ামী লীগের এক হাজার নেতাকর্মীর বিরুদ্ধে চারটি মামলা দায়ের করে।
ফলে আওয়ামী লীগ শুন্য হয় পড়ে ধানুয়া কামালপুর। এছাড়া পুলিশের বিরুদ্ধে নির্বাচনী প্রচারণাতে বাধা দেওয়ারও অভিযোগ করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৯১৫ ঘণ্টা, মে ০৫, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।