গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় আগামী ২৮ মে অনুষ্ঠেয় পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ১৭টি ইউনিয়নের মধ্যে ৯টি ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি (জাপা) প্রার্থী চূড়ান্ত করা হয়েছে।
শুক্রবার (০৬ মে) দিনগত রাত ১০টার দিকে বাংলানিউজকে বিষয়টি জানান উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান সরকার, বিএনপি’র সভাপতি অধ্যক্ষ আব্দুল মান্নান মণ্ডল ও জাপা সভাপতি সাবেক সংসদ সদস্য লুৎফর রহমান।
চেয়ারম্যান পদে দল মনোনীত চূড়ান্ত প্রার্থীরা হলেন- ৮নং নাকাই ইউনিয়নে ইউনুছ আলী (নৌকা), বর্তমান চেয়ারম্যান ওয়াহেদুন্নবী সরকার নুনু (ধানের শীষ) ও সাবেক চেয়ারম্যান শাহারুল হোদা সরকার (লাঙল), ৯নং হরিরামপুর ইউনিয়নে প্রাক্তন চেয়ারম্যান মরহুম আমিনুল ইসলাম মুক্তারের স্ত্রী শেফালী বেগম (নৌকা), বর্তমান চেয়ারম্যান আজহারুল ইসলাম প্রধান বিপ্লব (ধানের শীষ), ১০নং রাখাল বুরুজ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান জিয়াউস-শামস চৌধুরী জিম (নৌকা), রুহুল আমীন লেবু (ধানের শীষ) ও শাহাদৎ হোসেন সরকার (লাঙল), ১১নং ফুলবাড়ী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান শান্তুনু কুমার দেব শান্তু (নৌকা), সাবেক চেয়ারম্যান সাদেকুল ইসলাম (ধানের শীষ) ও আব্দুল মান্নান মোল্লা (লাঙল), ১৩নং কামারদহ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ভিপি সৈয়দ শরিফুল ইসলাম রতন (নৌকা), এসএম আলতাব হোসেন পাতা (ধানের শীষ), ১৪নং কোচাশহর ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আবু সুফিয়ান মণ্ডল (নৌকা), মোশাররফ হোসেন (ধানের শীষ) ও ইবনে ফজল হক আকন্দ (লাঙল), ১৫নং শিবপুর ইউনিয়নে ভিপি সেকেন্দার আলী মণ্ডল (নৌকা), সাবেক চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান (ধানের শীষ) ও নূর আজম চৌধুরী রাজন (লাঙল), ১৬নং মহিমাগঞ্জ ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান (নৌকা), আল মামুন মাহবুব রশিদ আকন্দ রবি (ধানের শীষ) এবং ১৭নং শালমারা ইউনিয়নে শাহানা আক্তার বানু (নৌকা) ও আবু তাহের শামীম (ধানের শীষ)।
এ উপজেলার বাকি ৮টি ইউনিয়নের নির্বাচন ৬ষ্ঠ ধাপে আগামী ৪ জুন অনুষ্ঠিত হবে।
বংলাদেশ সময়: ০১০৪ ঘণ্টা, মে ০৭, ২০১৬
এএনজি/জেডএস