কুষ্টিয়া: কুষ্টিয়া সদর উপজেলার আলামপুর ইউনিয়নে আগ্নেয়াস্ত্র নিয়ে ভোটকেন্দ্রের আশপাশে ঘোরাঘুরি করায় আবদুর রহমান মণ্ডল নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব।
তিনি আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর দেহরক্ষী বলে জানা গেছে।
শনিবার (৭ মে) সকাল ৯টার দিকে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটগ্রহণের সময় দহকোলা কেন্দ্রের পাশ থেকে তাকে আটক করা হয়।
দেহরক্ষী আবদুর রহমানের হাতে থাকা শটগানটি আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আখতারুজ্জামানের নামে লাইসেন্স করা বলে জানা গেছে।
কুষ্টিয়া র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২ ক্যাম্পের কমান্ডার মোসাদ্দেক ইবনে মুজিবর জানান, নির্বাচনের আগের ও পরের সাতদিন বৈধ অস্ত্র ব্যবহার করাও সম্পূর্ণ নিষিদ্ধ। ভোট চলাকালে কেন্দ্রের আশপাশে অস্ত্র নিয়ে ঘোরাঘুরি করায় ওই দেহরক্ষীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৩৭ ঘণ্টা, মে ০৭, ২০১৬
এসআই