ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘চতুর্থ দফায়ও ভোট ডাকাতির মহোৎসব’

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, মে ৭, ২০১৬
‘চতুর্থ দফায়ও ভোট ডাকাতির মহোৎসব’

ঢাকা: একই কায়দায় সরকার ইউনিয়ন পরিষদ নির্বাচনের চতুর্থ দফায় ভোট ডাকাতি ও কেন্দ্র দখলের মহোৎসব চালিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

শনিবার (০৭ মে) বিকেলে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে চতুর্থ দফার ইউপি নির্বাচন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ৪৭টি জেলার ৭০৩টি ইউপি নির্বাচনে বিএনপির এজেন্টদের বের করে দিয়ে একই সঙ্গে সরকার দলীয় সমর্থকরা ব্যালট পেপারে সিল মেরে বাক্স ভর্তি করেছেন।   নির্বাচনে সাধারণ ভোটাররা ভোট দিতে পারেননি।

তিনি বলেন, নিয়ম‍ানুযায়ী সকাল আটটায় ভোটগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও শুক্রবার রাত থেকেই ক্ষমতাসীনরা ব্যালট পেপারে সিল মেরে বাক্সে ঢোকানো শুরু করেন। যে কিছু ভোট বাকি ছিল সে ভোটও শনিবার সকালে ভোটকেন্দ্র দখল করে সিল মেরেছে।

প্রশাসন ও নির্বাচন কমিশনকে ক্ষমতাসীনদের কেন্দ্র দখল ও জাল ভোটের কথা জানালেও তারা কোনো পদক্ষেপ নেয়নি। বরং প্রশাসন ও পুলিশের সরকার দলীয় প্রার্থীরা জাল ভোট দিতে সহযোগিতা করেছে বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা।

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জেল হোসেন চৌধুরী মায়ার নেতৃত্বে কয়েকটি ভোটকেন্দ্র দখল করারও অভিযোগ করেন রিজভী। মায়া আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত আসামি হওয়ার পর প্রকাশ্যে নৌকা প্রতীকে সিল মারছেন। তার কাছে গণতন্ত্রই কি আর নির্বাচনই বা কি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হারুন উর রশিদ, সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৩১ ঘণ্টা, মে ০৭, ২০১৬
এমএম/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।