ময়মনসিংহ: কেন্দ্র দখল ও জাল ভোট দেওয়ার অভিযোগ এনে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ৬ নং ফুলবাড়িয়া ইউনিয়নে বিএনপি প্রার্থী ইব্রাহিম খলিল সানি নির্বাচন বর্জন করেছেন।
শনিবার (০৭ মে) দুপুরে উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে আবেদন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
ইব্রাহিম খলিল সানি বাংলানিউজকে বলেন, সকাল ১০টার মধ্যে আওয়ামী লীগ প্রার্থী আব্দুল মালেক সরকার মিল্কির সমর্থকরা ১০টি ভোট কেন্দ্রের মধ্যে চারটি ভোটকেন্দ্রই দখল করে নেয়। এসময় তারা প্রশাসনের সহযোগিতায় ব্যালট পেপার ছিনিয়ে নিয়ে জাল ভোট দেয়।
এসব ভোট কেন্দ্রের পাশাপাশি অন্য ভোট কেন্দ্রেও জাল ভোট দেয় নৌকা সমর্থকরা।
এসব বিষয়ে প্রশাসনের কাছে অভিযোগ করলেও তারা আমলে নেননি বলেও অভিযোগ বিএনপির সমর্থিত চেয়ারম্যান প্রার্থী সানির।
স্থানীয় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রুহুল আমিন তাকে উল্টো হুমকি ধমকি দেন বলেও অভিযোগ করেন তিনি।
বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, মে ০৭, ২০১৬
আরআইএস/বিএস