ঢাকা, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

রাজনীতি

আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন মির্জা ফখরুলের

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৩৫, মে ৯, ২০১৬
আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন মির্জা ফখরুলের

ঢাকা: রাজধানীর পল্টন থানার একটি নাশকতার মামলায় ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মামলাটিতে হাইকোর্টের জামিনে আছেন মির্জা ফখরুল।

গত ০৩ মে মামলাটিতে দণ্ডবিধি ও বিষ্ফোরক আইনে পৃথক পৃথকভাবে দু’টি চার্জশিট আদালতে দাখিল করেছে পল্টন থানা পুলিশ। ফলে আইন অনুসারে সোমবার (০৯ মে) সকালে নতুন করে বিচারিক আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়েছেন তিনি।

মির্জা ফখরুলের আইনজীবী জয়নুল আবেদিন মেজবাহ আত্মসমর্পণের বিষয়টি জানিয়েছেন। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মারুফ হোসেনের আদালতে জামিনের আবেদনের শুনানি হবে বলে তিনি জানান।

২০১৪ সালের ২৯ ডিসেম্বর নাশকতা ও বোমা বিষ্ফোরণের অভিযোগ এনে মামলাটি দায়ের করা হয়েছিল। বিএনপির হরতাল-অবরোধ চলাকালে আগেরদিন পল্টনে গাড়ি ভাঙচুর ও পেট্রোল বোমা নিক্ষেপের অভিযোগে মামলাটি (নং: ৪৬(১২/১৪) করে পল্টন থানা পুলিশ।

গত ০৩ মে বিকালে সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার এসআই তবিবুর রহমান দণ্ডবিধি ও বিষ্ফোরক আইনে পৃথক পৃথকভাবে চার্জশিট দু’টি দাখিল করেন। চার্জশিটে মির্জা ফখরুল ইসলাম ছাড়াও রুহুল কবির রিজভী, মির্জা আব্বাস, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, আমানউল্লাহ আমান, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানীসহ বিএনপির ৪৩ জন নেতাকর্মীকে আসামি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, মে ০৯, ২০১৬
এমআই/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।