ঢাকা, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

রাজনীতি

সৈয়দপুরে আ’লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী কারাগারে

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২২, মে ১০, ২০১৬
সৈয়দপুরে আ’লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী কারাগারে

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুর উপজেলার এক নম্বর কামারপুকুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান জিকো আহমেদকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (১০ মে) বেলা ১১টায় একটি মামলায় আদালতে জামিন আবেদন করলে বিচারক তা না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ইউপি নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন মঙ্গলবার সকালে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দেন জিকো। এরপর তিনি মারপিট ও চাঁদাবাজির মামলায় নীলফামারীর সৈয়দপুর আমলি আদালতে হাজিরা দিয়ে জামিন আবেদন করেন। মামলার শুনানি শেষে বিচারক আকরাম হোসেন তার জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ১৪১৯ ঘণ্টা, মে ১০, ২০১৬
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।