নোয়াখালী: নোয়াখালী সদর উপজেলার আন্ডারচর ইউনিয়নে আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী ও বিদ্রোহী (আ’লীগ) প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১০ মে) সন্ধ্যায় ইউনিয়নের স্থানীয় বাংলাবাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলো- ওই ইউনিয়নের বাসিন্দা মান্নান (৪৫), ইসমাঈল (৩০), আবদুল ওহাব (৫৫), জাহের (৫০), ইউসুফ (৪০), মহিন (২৮), হেঞ্জু (৩০)। বাকীদের নাম জানা যায়নি।
স্থানীয়রা জানায়, বিকেলে আন্ডারচর ইউনিয়ন পরিষদ নির্বাচনে (ইউপি) স্বতন্ত্র প্রার্থী খুরশিদ আলমের সমর্থকরা আলী হায়দার বকসীর মনোনয়ন বাতিল করে খুরশিদকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে একটি মিছিল নিয়ে স্থানীয় বাংলাবাজারে দিকে যাচ্ছিলো। মিছিলটি বাংলাবাজারের পূর্ব বাজারে পৌঁছালে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলী হায়দার বকশির সমর্থকরা মিছিলে বাধা দেন। এসময় উভয়পক্ষের সমর্থকদের সংঘর্ষে ১০ জন আহত হন।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেছে।
বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, মে ১০, ২০১৬
এনটি/এসএইচ