ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

সিলেটে ঢিলেঢালা হরতাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, মে ১২, ২০১৬
সিলেটে ঢিলেঢালা হরতাল

সিলেট: মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় কার্যকর করার প্রতিবাদে দলটির ডাকা হরতাল সিলেটেও ঢিলেঢালাভাবে চলছে।

বৃহস্পতিবার (১২ মে) সকাল থেকে কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই হরতাল শুরু হয়েছে।

তবে হরতাল আহ্বান করলেও সকাল ১০টা পর্যন্ত মাঠে দেখা মেলেনি জামায়াত-শিবির নেতাকর্মীদের।
 
হরতালের শুরু থেকেই নগরীর বিভিন্ন সড়কে হালকা যানবাহন চলাচল করতে দেখা গেছে। নগরজুড়ে সর্তক অবস্থানে রয়েছে পুলিশি। এমনকি উপজেলা সদরগুলোতেও নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
 
সরেজমিন দেখা যায়, হরতালের শুরু থেকে নগরীর বিভিন্ন সড়কে যানবাহন চলাচল অব্যাহত রয়েছে। নগরীর মোড়ে মোড়ে রয়েছে পুলিশের নিরাপত্তা। সেই সঙ্গে ৠাব-পুলিশের টহল দলও নগরীর অলিগলিতে অভিযান অব্যাহত রেখেছে।
 
তবে হরতালে আন্তঃজেলা বাস চলাচল বন্ধ থাকলেও সিলেট থেকে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানান স্টেশন মাস্টার মুহিবুর রহমান।
 
হরতালে বিশৃঙ্খলা ঠেকাতে মহানগরীতে দেড় সহস্রাধিক পুলিশ মোতায়েনের কথা জানান সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ।

তিনি বাংলানিউজকে বলেন, যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে পুলিশকে সতর্ক রাখা হয়েছে। হরতালে পিকেটিং এমনকি মিছিল বের করলেও অ্যাকশনে যাবে পুলিশ। তবে সকাল ১০টা পর্যন্ত কোথাও কোনো বিশৃঙ্খলার খবর নেই বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০৪০ ঘণ্টা, মে ১২, ২০১৬
এনইউ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।