ঢাকা: প্রতিববারের মতো এবারো বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বৃহস্পতিবার (০৭ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে তিনি ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।
১৮টি দেশের কূটনীতিকরা খালেদা জিয়ার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। ভারত ও পাকিস্তানের কোনো কূটনীতিককে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে দেখা যায়নি।
এরপর বিশিষ্ট নাগরিক, দলীয় নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন খালেদা জিয়া।
এর আগে বেলা সোয়া ১২ টার দিকে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে উপস্থিত হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশারফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হান্নান শাহ, জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস ও গয়েশ্বর চন্দ্র রায়।
ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে খালেদা জিয়া প্রথমে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন। এরপর বনানী কোকোর কবর জিয়ারত করবেন।
বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, জুলাই ০৭, ২০১৬
এফবি/বিএস