সাভার (ঢাকা): সম্প্রতি গুলশান ও শোকালিয়ায় জঙ্গি হামলার প্রতিবাদে ডাকা দলীয় কর্মসূচিতে অংশ নিতে ১০ হাজার নেতাকর্মী নিয়ে ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য (এমপি) ডা. মো. এনামুর রহমান ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।
সোমবার (১১ জুলাই) সকালে সাভার থানা বাসস্ট্যান্ড থেকে যাত্রা শুরু করেন তিনি।
এসময় এনামুর রহমান বলেন, দেশে চোরাগুপ্তা হামলা করে আতঙ্ক সৃষ্টি করতে চাইছে একটি দল। আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের ডাকে জঙ্গিদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশে যোগ দিতে যাচ্ছি।
নেতাকর্মী ও সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, কাউকে জঙ্গি বলে সন্দেহ হলে তাকে ধরে স্থানীয় পুলিশ প্রশাসনের কাছে সোপর্দ করুন।
বিএনপি-জামায়াতের নাশকতাসহ সব ধরনের জঙ্গি হামলার নিন্দ্বা জানিয়ে দেশের জনগণকে আজকের এই কর্মসূচি সফল করার আহ্বান জানান তিনি।
তার সফর সঙ্গী হিসেবে সাভার পৌরসভার মেয়র আব্দুল গনী, সাভার-দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মানিক মোল্লা, এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিনহাজ উদ্দিন মোল্লাসহ প্রায় ১০ হাজার নেতাকর্মী রয়েছেন।
বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, জুলাই ১১, ২০১৬
এসআই