বগুড়া: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদে পুলিশ বেষ্টনীর মধ্যে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে বগুড়া বিএনপি।
শনিবার (২৩ জুলাই) বেলা ১২টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শহরের নবাববাড়ী রোডের দলীয় কার্যালয়ের সামনে থেকে জেলা বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করেন।
কিন্তু মিছিলের সামনে বাধা হয়ে দাঁড়ায় পুলিশ। ফলে মিছিলটি দলীয় কার্যালয় থেকে বেশি দূর এগুতে পারেনি। এতে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনেই অবস্থান নিতে বাধ্য হন।
পরে পুলিশ বেষ্টনীর মধ্যে সেখানেই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলা বিএনপির সভাপতি ভিপি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সিনিয়র সহ-সভাপতি ফজলুল বারী তালুকদার বেলাল, সহ-সভাপতি মঞ্জুরুল হক মঞ্জুসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য রাখেন।
অর্থপাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাত বছরের কারাদণ্ড দেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে ২০ কোটি টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৬
এমবিএইচ/বিএস