ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

‘বিএনপির বিক্ষোভ-মিছিল আদালতের বিরুদ্ধে’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৬
‘বিএনপির বিক্ষোভ-মিছিল আদালতের বিরুদ্ধে’ ছবি: কাশেম হারুন- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সাজার প্রতিবাদে দলটির বিক্ষোভ-মিছিল আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর শামিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, তাদের এই ধরনের প্রতিবাদ কর্মসূচি আদালতের বিরুদ্ধে যাচ্ছে।

রায়ের বিরুদ্ধে যাচ্ছে।

শনিবার (২৩ জুলাই) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ আওয়ামী যুব আইনজীবী পরিষদ আয়োজিত জঙ্গিবাদবিরোধী মানববন্ধনে তিনি এসব মন্তব্য করেন।

আওয়ামী লীগের এই সিনিয়র নেতা বলেন, একজন অপরাধীকে উচ্চ আদালত সাজা দিয়েছেন। সে সাজার বিরুদ্ধে বিএনপি বিক্ষোভ-মিছিল করে আদালত অবমাননা ও আদালতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে।

প্রধান বিচারপতির প্রতি প্রশ্ন রেখে হাছান মাহমুদ বলেন, ট্রাফিক পুলিশ একজন বিচারপতির গাড়ি আটকে রাখার জন্য তার বিরুদ্ধে আদালত ব্যবস্থা নিয়েছেন। তাহলে আদালতের রায়ের বিরুদ্ধে বিক্ষোভ করলে কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না।

আদালত অবমাননায় ব্যবস্থা নিতে তিনি আহ্বান জানান।

মানববন্ধনে স্বেচ্ছাসেবক লীগের চেয়ারম্যান মোল্লা মো. আবু কাওসার, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সুজিত নন্দী রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৬
আরইউ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।