ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মিরসরাইয়ে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথগ্রহণ

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৬
মিরসরাইয়ে নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথগ্রহণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরসরাই (চট্টগ্রাম): চট্টগ্রামের মিরসরাই উপজেলায় শেষ ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিজয়ী সাত চেয়ারম্যান শপথ নিয়েছেন।

শনিবার (২৩ জুলাই) দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম সার্কিট হাউজে চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন তাদের শপথ বাক্য পাঠ করান।

এসময় এক নম্বর করেরহাট ইউপির এনায়েত হোসেন নয়ন, ১০ নম্বর মিঠানালা ইউপির খায়রুল আলম খায়ের, ১১ নম্বর মঘাদিয়া ইউপির জাহাঙ্গীর হোসেন মাস্টার, ১২ নম্বর খৈয়াছড়া ইউপির জাহেদ ইকবাল চৌধুরী, ১৩ নম্বর মায়ানী ইউপির মাস্টার কবির নিজমী, ১৪ নম্বর হাইদকান্দি ইউপির জাহাঙ্গীর কবির ও ১৫ নম্বর ইউপির ওয়াহেদ ফজলুল করিম শপথগ্রহণ করেন।

এসময় মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন উপস্থিত ছিলেন।
এদিকে, রোববার সকালে মিরসরাই জেলা পরিষদ অডিটরিয়ামে এসব ইউপির নব-নির্বাচিত পুরুষ ও সংরক্ষিত মহিলা সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।

মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়া আহম্মেদ সুমন উপস্থিত থেকে ইউপি সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন।

উপজেলার মোট ১৬ ইউপির মধ্যে নয়টির চেয়ারম্যানদের শপথগ্রহণ ঈদের আগে অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৬
এএনজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।