ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বাংলাদেশে জঙ্গিবাদের ঠাঁই হবে না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৬
বাংলাদেশে জঙ্গিবাদের ঠাঁই হবে না ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নীলফামারী: সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নুর বলেছেন, বাংলাদেশে জঙ্গিবাদের ঠাঁই হবে না। জঙ্গিদের মূল হোতাদের বের করা হবে।

জঙ্গিবাদ দমনে রাজনৈতিক ও সামাজিকভাবে ঐক্যবদ্ধ হয়ে অগ্রসর হতে হবে।

শনিবার (২৩ জুলাই) দুপুরে নীলফামারী শিল্পকলা অডিটোরিয়ামে যুবলীগের জঙ্গিবাদ বিরোধী গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

তিনি বলেন, ইসলামের অপব্যাখ্যা দিয়ে জামায়াত যুবকদের ব্রেন ওয়াশ করে জঙ্গি তৈরি করেছে। তাদের দিয়ে মানুষ হত্যা করছে। যেটা তারা স্বাধীনতা যুদ্ধের সময় করেছিল।

বিএনপির ঐক্যের আহ্বান প্রত্যাখ্যান করে মন্ত্রী বলেন, বিএনপির মদদে জামায়াত জঙ্গিবাদ ও সন্ত্রাস চালাচ্ছে। বিএনপির কারণে শান্তিপ্রিয় বাংলাদেশে উগ্রবাদ, সন্ত্রাসবাদের উত্থান ঘটেছে।

জঙ্গিবাদ রুখতে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানিয়ে সংস্কৃতিমন্ত্রী বলেন, শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ভরসা না করে নিজেদের সচেতন হতে হবে। তাহলেই এ অবস্থা থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব।

সমাবেশে সভাপতিত্ব করেন জেলা যুবলীগের সভাপতি রামেন্দ্র বর্ধন বাপ্পী।

এসময় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাহিদ মাহমুদ, জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, যুবলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন খান, উপ-ক্রীড়া সম্পাদক হাসিবুর রহমান পবন, সহ-সম্পাদক হাসিবুর রহমান বাচ্চু এবং কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন বক্তব্য রাখেন।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৬
এনটি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।