মিরসরাই (চট্টগ্রাম): মিরসরাইয়ে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে জামাল উদ্দিন(২৮) নামে শিবিরের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৩ জুলাই) রাত সাড়ে ৯টায় উপজেলার মধ্যম সোনাপাহাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি মধ্যম সোনাপাহাড় গ্রামের মৃত গণি আহম্মদের ছেলে। জামাল বারইয়ারহাট কলেজ শিবিরের সাবেক সভাপতি।
জোরারগঞ্জ থানার সেকেন্ড অফিসার বিপুল দেবনাথ বাংলানিউজকে জানান, রাতে উপজেলার মধ্যম সোনাপাহাড় এলাকায় অভিযান চালিয়ে জামালকে গ্রেফতার করা হয়। জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে এতদিন পুলিশ তাকে গ্রেফতারের জন্য খুঁজছিল।
জোরারগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাহিদুল কবির বাংলানিউজকে জানান, জামালকে গ্রেফতার করা সম্ভব হওয়ায় একটি হামলার পরিকল্পনা নস্যাৎ হয়েছে। তার বিরুদ্ধে পাঁচটি মামলা রয়েছে। জঙ্গি সম্পৃক্ততার অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, জুলাই ২৩, ২০১৬
পিসি/