ঢাকা, সোমবার, ৬ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

রাজনীতি

জঙ্গিদের আশ্রয়দাতা খালেদা জিয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৬, জুলাই ২৫, ২০১৬
জঙ্গিদের আশ্রয়দাতা খালেদা জিয়া ছবি: দীপু- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জঙ্গিদের আশ্রয়দাতা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

সোমবার (২৫ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে ‘চলমান রাজনীতি ও জঙ্গিবাদ নির্মূলে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

অনুষ্ঠানটির আয়োজন করে বঙ্গবন্ধু স্বাধীনতা পরিষদ, কেন্দ্রীয় কমিটি।

হাছান মাহমুদ বলেন, তারেক রহমান আন্তর্জাতিক চোর। শুধু তাই নয় তার আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গেও যোগাযোগ রয়েছে। এদিকে তার চুরির তথ্য প্রথম সিঙ্গাপুর সরকারের আদালত বের করেছে। সুতরাং তারেক বিশ্ব চোর হিসেবে খ্যাত। আর এই বিশ্ব চোরকে বাঁচাতে বিএনপি প্রধান জাতীয় ঐক্যের ডাক দিয়েছে।

তিনি বলেন, যারা আইএস’র নাম করে মানুষ হত্যা করছে তারা দেশ ও ইসলামের শত্রু। তাদের কোনো ধর্ম নেই। আর এসব জঙ্গিদের আশ্রয়দাতা খালেদা জিয়া।

বিশেষ অতিথির বক্তব্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শামসুল হক টুকু বলেন, বিএনপি-জামায়াত বিশ্বব্যাপী এখন সন্ত্রাসী নামে পরিচিত। আর এদের পেছনে মদদ দিচ্ছেন খালেদা জিয়া নিজেই।

বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক ব্যারিস্টার জাকির আহাম্মদের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, সাংবাদিক মোজাম্মেল হক, কৃষকলীগ নেতা এমএ করীমসহ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, জুলাই ২৫, ২০১৬
এসজে/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ