ঢাকা: বাংলাদেশ ন্যাপ এর মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, দেশে যে সংঙ্কটপূর্ণ অবস্থা বিরাজ করছে, তা থেকে মুক্তি পেতে জাতীয় ঐক্যের কোন বিকল্প নাই। এই ধরনের পরিস্থিতিতে যারা জাতীয় ঐক্যের বিরুদ্ধে কথা বলে তারা দেশ ও জাতির বন্ধু হতে পারে না।
মঙ্গলবার (২৬ জুলাই) নয়াপল্টনে যাদু মিয়া মিলনায়তনে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ এর ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত বক্তব্য রাখছিলেন।
এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, দেশের রাজনৈতিক অঙ্গনে যে অস্থিতিশীল অবস্থা চলছে তা থেকে মুক্তি পেতে রাজনৈতিক দলগুলোকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। অন্যথায় দেশ-জাতিকে কঠিন বিপর্যয়ের মুখোমুখি হতে হবে। যার দায় থেকে রাজনীতিবিদরা মুক্তি পাবে না।
এম. গোলাম মোস্তফা ভুইয়া’র সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জাতীয় দলের সভাপতি এডভোকেট সৈয়দ এহসানুল হুদা, কল্যাণ পার্টির মহাসচিব এম.এম. আমিনুর রহমান, গণতান্ত্রিক ঐক্যের আহ্বায়ক রফিকুল ইসলাম, জাতীয় পার্টির (জাফর) যুগ্ম মহাসচিব এস.এম.এম শামিম, ন্যাপ যুগ্ম মহাসচিব সৈয়দ শাহজাহান সাজু, সাংগঠনিক সম্পাদক (ঢা) মোঃ কামাল ভুইয়া, নগর সদস্য সচিব মোঃ শহীদুননবী ডাবলু, যুগ্ম আহ্বায়ক মোঃ আনছার রহমান শিকদার, যুব নেতা জিল্লুর রহমান পলাশ, নারী নেত্রী নারী নেত্রী বাসন্তি বরুয়া বাবলী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, জুলাই ২৬, ২০১৬
এজেড/আরআই