ঢাকা: রাজধানীর কল্যাণপুরে জঙ্গিঘাঁটি ধ্বংস ও জঙ্গিদের হত্যা করতে পারার মধ্য দিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি দেশের মানুষের মধ্যে আস্থা তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম।
বুধবার (২৭ জুলাই) দুপুর সভাশেষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
নাসিম বলেন, আইনশৃঙ্খলা বাহিনী দক্ষতার সঙ্গে কল্যাণপুরে জঙ্গিঘাঁটি ধ্বংস করেছে। বাংলাদেশ আইন-শৃঙ্খলা বাহিনী যে জঙ্গিবাদ প্রতিরোধ করতে পারে এ ঘটনায় তা প্রমাণ হয়েছে।
নাসিম আরও বলেন, কল্যাণপুরে জঙ্গিদের সম্পর্কে বিএনপির এক নেতা বলেছেন, তারা জঙ্গি কিনা সন্দেহ আছে। এ কথা বলে বিএনপি জঙ্গিবাদকে উসকে দিয়ে উৎসাহ দিচ্ছে। এটা কীভাবে তারা বলেন। আসলে খালেদা জিয়ার জাতীয় ঐক্যের ডাক ভাওতাবাজি।
তিনি বলেন, আশ্চর্য ব্যাপার, বিস্মিত ব্যাপার। তার মানে আবার নতুন করে প্রমাণ হয়েছে এরাই জঙ্গির মদতদাতা। এরা জঙ্গির প্রশ্রয়দাতা। চিহ্নিত জঙ্গি খতম করার পরে বিএনপির এক নেতা বলে, জঙ্গি কী না বিচার করতে দেখতে হবে। কোথায় চলে গেছে এরা (বিএনপি নেতারা)। এদের চেহারাটা প্রকাশ হয়ে যাচ্ছে প্রতিদিন, প্রতি মুহূর্তে উন্মোচিত হচ্ছে।
শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষের মধ্যে জঙ্গি-সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টি হয়েছে। আমরা বিশ্বাস করি, মানুষ বিশ্বাস করে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে জঙ্গিবাদ মোকাবেলা সম্ভব। গতকাল কল্যাণপুরে সফল অভিযান পরিচালনা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন্দ্রীয় ১৪ দলের পক্ষ থেকে অভিনন্দন জানানো হয়েছে। অভিনন্দন জানানো হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।
১৪ দলের এ সভায় জঙ্গিবাদ প্রতিরোধে কর্মসূচি নেওয়া হয়। কর্মসূচির মধ্যে আগামী ৩০ জুলাই মাগুরায় ও ১১ আগস্ট দিনাজপুরে প্রতিরোধ সমাবেশ, ৩১ জুলাই ঢাকা মহানগর ১৪ দলের উদ্যোগে মহানগর নাট্যমঞ্চে প্রতিরোধ সমাবেশ করা হবে।
আওয়ামী লীগের ধানমন্ডি কার্যালয়ে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্ব এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টি জেপির মহাসচিব শেখ শহীদুল ইসলাম, জাসদ (একাংশ) সভাপতি শরীফ নুরুল আম্বিয়া, জাসদ (একাংশ) সাধারণ সম্পাদক শিরীন আখতার, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৬
এসকে/এএটি/এএ