ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জকিগঞ্জে জঙ্গিবিরোধী অভিযানে শিবির কর্মীসহ আটক ৩১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৬
 জকিগঞ্জে জঙ্গিবিরোধী অভিযানে শিবির কর্মীসহ আটক ৩১

ঢাকা: সিলেটের জকিগঞ্জে সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী অভিযানে জামায়াত-শিবিরের ছয় কর্মীসহ ৩১ জনকে আটক করেছে পুলিশ।

বুধবার (২৭ জুলাই) রাত থেকে বৃহস্পতিবার (২৮ জুলাই) ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজ্ঞান চাকমা বাংলানিউজকে এ তথ্য জানান।

এদিকে, জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম খান জানান, আটকদের মধ্যে ছয়জন জামায়াত-শিবির কর্মী ছাড়াও চিহ্নিত অপরাধী ও ওয়ারেন্ট ভুক্ত আসামি রয়েছেন।

অভিযানকালে জামায়াত-শিবিরের আস্তানা থেকে ২৫টি জিহাদি বই, ১৩টি ‍রাম দাসহ বিভিন্ন ধরনের দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নজরুল ইসলামের নেতৃত্বে অভিযানে নিরাপত্তা বাহিনীর ২শ’ সদস্য অংশ নেন। তবে প্রাথমকিভাবে আটকদের পরিচয় জানানো হয়নি।

বাংলাদেশ সময়: ১০৩২ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৬/আপডেট: ১১০৮ ঘণ্টা
এনইউ/টিআই

 

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।