ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপি-জামায়াত পৃথক হওয়া সাময়িক কৌশল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৬
বিএনপি-জামায়াত পৃথক হওয়া সাময়িক কৌশল

ফেনী: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সম্প্রতি শোনা যাচ্ছে, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া জামায়াতকে বাদ দিয়ে জাতীয় ঐক্যের ডাক দিতে যাচ্ছেন। যদি এমনটা হয়ে থাকে তাহলে এটা তাদের সাময়িক কৌশল,তারা মূলত একই সূত্রে গাঁথা।

 

তাদের আদর্শও এক। স্বাধীনতার বিরুদ্ধে কাজ করাই তাদের মূখ্য উদ্দেশ্য বলে মন্তব্য করেন তিনি।  

বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুর দেড়টার দিকে ফেনীর মহিফালে ছয় লেইন ফ্লাইওভারের কাজের অগ্রগতি পরিদর্শন করতে এসে মন্ত্রী এসব কথা বলেন।  

জঙ্গিবাদ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কারা এর সঙ্গে জড়িত, কারা মূল হোতা সে ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত করছে। তদন্তের অগ্রগতিও হয়েছে। আশা করা যাচ্ছে, খুব শিগগিরই তা দিবালোকের মতো স্পষ্ট হয়ে যাবে সবার কাছে।  

আওয়ামী লীগের নির্বাচন প্রস্তুতি নিয়ে মন্ত্রী বলেন, সঠিক সময়েই নির্বাচন হবে। আর সে লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থানীয় সংসদ সদস্যদের প্রস্তুত থাকতে বলেছেন।  

যারা ফেনী শহরের আভ্যন্তরীণ খাল, লেক ভরাট ও দখল করে রেখেছেন তাদের দখল ছাড়তে তিনদিনের সময় বেধে দেওয়ার জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছেন মন্ত্রী। এর পরে উচ্ছেদ অভিযান চালানো হবে।  

এসময় ফেনীর পুলিশ সুপার রেজাউল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবুল হাসেমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৬
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।