ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

হত্যাচেষ্টা মামলায় আদালতে হাজিরা দিলেন এমপি লিটন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৬
হত্যাচেষ্টা মামলায় আদালতে হাজিরা দিলেন এমপি লিটন

গাইবান্ধা: শিশু শাহাদত হোসেন সৌরভকে (১২) গুলি করে হত্যাচেষ্টা মামলায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন আদালতে হাজিরা দিয়েছেন।

বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুরে অতিরিক্ত জেলা দায়রা জজ আদালতে আইনজীবীর মাধ্যমে বিচারক শরিফুল ইসলামের আদালতে হাজিরা দেন তিনি।

জেলা জজ আদালতের কোর্ট (জিআরও) শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, এমপি লিটন জামিনে রয়েছেন।

এর আগে আদালত তাকে ২৮ জুলাই হাজির হওয়ার নির্দেশ দেন। সে অনুযায়ী তিনি আইনজীবীর মাধ্যমে আদালতে হাজির হন।

পরে বিচারক আগামী ২৮ সেপ্টেম্বর মামলার অভিযোগ গঠন (চার্জ) বিষয়ে শুনানির দিন ধায্য করেন।

২০১৫ সালের ২ অক্টোবর জেলার সুন্দরগঞ্জ উপজেলার গোপালচরণ এলাকায় এমপি লিটনের পিস্তলের গুলিতে আহত হয় গোপালচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র সৌরভ।

সৌরভ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগে ২৪ দিন চিকিৎসা নিয়ে গত ২৬ অক্টোবর বাড়ি ফেরে।

এ ঘটনায় সৌরভের বাবা সাজু মিয়া বাদী হয়ে ৩ অক্টোবর এমপি লিটনকে একমাত্র আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন।

১৫ অক্টোবর থেকে এমপি লিটন গাইবান্ধা জেলা কারাগারে ২৪ দিন কারাভোগ করেন।

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৬
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।