ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিটিআরসি অফিস পরিদর্শনে আইটিইউ মহাসচিব

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৭ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৬
বিটিআরসি অফিস পরিদর্শনে আইটিইউ মহাসচিব

ঢাকা: আর্ন্তজাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (আইটিইউ) মহাসচিব হাউলিন ঝাউ বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) অফিস পরিদর্শন করেছেন।
 
বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেলে পরিদর্শনকালে তিনি বিটিআরসি চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ এবং কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকে মিলিত হন এবং টেলিযোগাযোগ খাতে তার সুদীর্ঘ অভিজ্ঞতা ব্যক্ত করেন।


 
আইটিইউ মহাসচিব বিটিআরসি’র চলমান বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবগত হন এবং টেলিযোগাযোগ খাত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় সম্পর্কে অবগত হন।
 
বিশেষ করে বায়োমেট্রিক সিম নিবন্ধনে সরকারের সফলতা সম্পর্কে অবগত হন বলে বিটিআরসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়।
 
এছাড়াও বৈঠকে বঙ্গবন্ধু স্যাটেলাইট প্রকল্প, মোবাইল ফোনকল ও ডাটার মূল্যস্থির করার পদ্ধতি, ব্যান্ডউইথের মূল্য, কষ্ট মডেলিংয়ে আইটিইউর কারিগরী সহযোগিতা, নাম্বারিং প্ল্যানসহ টেলিযোগাযোগ সংশ্লিষ্ট অন্যান্য কারিগরি বিষয় নিয়ে আলোচনা হয়।
 
আইটিইউ মহাসচিব তথ্য ও যোগাযোগ প্রযুক্তিতে বিশেষ করে টেলিডেনসিটি ও মোবাইল ইন্টারনেট ডেনসিটিতে বাংলাদেশের ধারাবাহিক অগ্রগতিতে গভীর সন্তোষ প্রকাশ করেন এবং বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশ ও টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তির সুফল জনগণের দোড়গোড়ায় পৌঁছে দিবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
 
বাংলাদেশের টেলিযোগাযোগ খাতকে বর্তমান পর্যায়ে নিয়ে আসায় তিনি বিটিআরসি’র প্রশংসা করেন এবং বাংলাদেশকে আইটিইউ’র পক্ষ থেকে যে কোনো ধরণের সহযোগিতার আশ্বাস দেন।
 
এর আগে কমিশনে পৌঁছালে বিটিআরসি চেয়ারম্যান ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ তাকে ফুল দিয়ে বরণ করে নেন।
 
কমিশনের ভাইস চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবীব খানসহ অন্যান্য কমিশনার, মহাপরিচালক এবং উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
 
বাংলাদেশ সময়: ২১৪৮ ঘণ্টা, জুলাই ২৮, ২০১৬
এমআইএইচ/আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।