ঢাকা: গ্রেফতার এড়াতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে অবস্থান নিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার (২৯ জুলাই) সকাল থেকে তিনি সেখানে রয়েছেন।
বিএনপির চেয়ারপারসনের প্রেসউইং সদস্য শায়রুল কবির খান দাবি করেছেন।
তেল-গ্যাস, বিদ্যুৎ-খনিজ সম্পদ ও বন্দর রক্ষা জাতীয় কমিটির কর্মসূচিতে পুলিশি হামলার নিন্দা জানাতে শুক্রবার (২৯ জুলাই) সকাল ১১টায় গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন রিজভী। এরপর সেখান থেকে আর বের হননি তিনি।
বিষয়টি জানতে রুহুল কবির রিজভীর মোবাইল ফোনে যোগাযোগ করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়। গুলশান অফিসের নম্বরে ফোন দিলে কেউ রিসিভ করেন নি।
বিএনপি-জামায়াতের সরকার বিরোধী আন্দোলনে গাড়িতে অগ্নিসংযোগ ও ভাংচুরের একটি মামলায় দুই দিন আগে রিজভীসহ বিএনপির বেশ কয়েকজন সিনিয়র নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন নিম্ন আদালত।
বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, জুলাই ৩০, ২০১৬
এজেড/বিএস