ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

রংপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৬
রংপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

রংপুর: রংপুরে সনাতন ধর্মের মহাবতার শ্রীকৃষ্ণের জন্মষ্টমী পালিত হয়েছে।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল থেকে রংপুর ধর্মসভা মন্দিরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব শুরু হয়।

জন্মাষ্টমী হচ্ছে শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, পৃথিবী থেকে দুরাচারী দুষ্টদের দমন আর সজ্জনদের রক্ষার জন্যই মহাবতার ভগবান শ্রীকৃষ্ণ এই দিনে স্বর্গ থেকে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। শ্রীকৃষ্ণের এই আবির্ভাব তিথিকে ভক্তরা শুভ জন্মাষ্টমী হিসেবে উদযাপন করে থাকেন।

রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) আবদুল্লাহ আল ফারুক বাংলানিউজকে বলেন, শ্রীকৃষ্ণের জন্মষ্টমীতে কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

সনাতন ধর্মাবলম্বীরা যেনো জন্মাষ্টমী উৎসব সুন্দরভাবে পালন করতে পারেন, এজন্য নিরাপত্তা নিশ্চিত করতে তল্লাশির ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৬
জিসিপি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।