ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

চ্যালেঞ্জ, জিয়ার কবরে লাশ নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
চ্যালেঞ্জ, জিয়ার কবরে লাশ নেই ছবি: রানা-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক চ্যালেঞ্জ করে বলেছেন, জিয়া উদ্যানে জিয়াউর রহমানের কবরে কোনো লাশ নেই।
 
মঙ্গলবার (৩০ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ চ্যালেঞ্জ দেন।


 
তিনি বলেন, জিয়াউর রহমানের কবর মহান জাতীয় সংসদের পাশে থাকতে পারে না। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ওই করবে লাশ নেই।
 
মীর কাশেমের রায়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, যুদ্ধাপরাধী সবার ফাঁসি হবে। যুদ্ধাপরাধী দল হিসেবে অচিরেই জামায়াতের রাজনীতি নিষিদ্ধ ও সম্পদ বাজেয়াপ্ত হবে।
 
টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সাবেক বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ, মুক্তিযুদ্ধের সাব সেক্টর কমান্ডার মাহবুব উদ্দিন আহমদ, আওয়ামী লীগ নেতা এম এ করিম প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
আরইউ/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।