ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় যুবলীগের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, আগস্ট ৩০, ২০১৬
বগুড়ায় যুবলীগের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বঙ্গবন্ধুর ৪১তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস এবং পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবি জানিয়ে বগুড়ায় আওয়ামী যুবলীগের উদ্যোগে মানববন্ধন হয়েছে।
 
মঙ্গলবার (৩০ আগস্ট) দুপুরে শহরের সাতমাথায় জেলা যুবলীগের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।


 
কর্মসূচিতে বক্তব্য রাখেন- জেলা শাখার যুগ্ম সম্পাদক শুভাশীষ পোদ্দার লিটন, আমিনুল ইসলাম ডাবলু, সাজেদুর রহমান সিজু প্রমুখ।
 
বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। তিনি বাংলাদেশের স্থপতি। বাঙালি জাতির জনক তিনি। আর তার খুনীরা ভিনদেশে পালিয়ে বেড়াবে এটা মেনে নেওয়া যায় না।

খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবি জানান বক্তারা।       
 
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, আগষ্ট ৩০, ২০১৬
এমবিএইচ/জিসিপি/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।