ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

জঙ্গিরা স্বাধীনতাবিরোধী পরিবারের সন্তান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
জঙ্গিরা স্বাধীনতাবিরোধী পরিবারের সন্তান

ঢাকা: জঙ্গিরা স্বাধীনতাবিরোধী বিএনপি-জামায়াত পরিবারের সন্তান বলে মন্তব্য করে তাদের মোকাবেলায় ঐকবদ্ধ থাকতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ।

বুধবার (৩১ আগস্ট) দুপুরে রাজধানীর শিল্পকলা একাডোমিতে 'জাতীয় শোক দিবস' উপলক্ষে আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

ঢাকা মহানগর বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা এ শোকসভার অায়োজন করে।

শাহে আলম মুরাদ বলেন, গুলশানে হামলাকারী কারা? কল্যাণপুরে নিহত জঙ্গিরা কারা? তারা স্বাধীনতাবিরোধী শক্তির পরিবারের সন্তান। তাদের ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে।

জঙ্গিদের যারা বাসা ভাড়া দেয়, অর্থ দেয়, তাদের বিরুদ্ধেও নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।

কেন্দ্রীয় বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলার সভাপতি অধ্যাপক শিরিন আক্তার মঞ্জুর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক জিয়াউর রহমান, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের পরিচালক অধ্যাপক ডা. উত্তম কুমার বড়ুয়া, আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার প্রমুখ।

সভায় প্রধান অতিথি হিসেবে আইনমন্ত্রী আনিসুল হক ও উদ্বোধক হিসেবে স্বাধীনতা চিকিৎসা পরিষদের সভাপতি অধ্যাপক ডা. ইকবাল আর্সলান সভায় অাসার কথা থাকলেও আসেননি।

বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা নামে সংগঠনের আয়োজনে শোকসভা অনুষ্ঠিত হলেও কোনো শিশু-কিশোরকে দেখা যায়নি।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
টিএইচ/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।