ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মনোহরগঞ্জে ঝগড়া থামাতে গিয়ে যুবলীগ কর্মী খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৬
মনোহরগঞ্জে ঝগড়া থামাতে গিয়ে যুবলীগ কর্মী খুন

কুমিল্লা: কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় দুই পক্ষের ঝগড়া থামাতে গিয়ে মাথায় শাবলের আঘাতে হিতু মিয়া (৩২) নামে এক যুবলীগ কর্মী খুন হয়েছেন। এ ঘটনায় সাতজনকে আটক করেছে থানা পুলিশ।

বুধবার (৩১ আগস্ট) দিনগত রাত সোয়া ১২টায় লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

হিতু মিয়া উপজেলার কাশই গ্রামের আবদুর রহিমের ছেলে।  

মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামছুজ্জামান বাংলানিউজকে জানান, কয়েকদিন আগে কাশই গ্রামে এক বিয়ে বাড়িতে দুই পক্ষের মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে বুধবার রাতে কাশই বাজারে আবারও দুই পক্ষের মধ্যে ঝগড়া বাধে। এই সময় ঝগড়া থামাতে গেলে এক পক্ষের শাবলের আঘাতে হিতু মিয়ার মাথা ফেটে যায়। এই অবস্থায় তাকে উদ্ধার করে পাশের লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তার মৃত্যু হয়।  

ওসি আরো জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১২৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।