ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

কুমেকে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ১৩, ক্যাম্পাস বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
কুমেকে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে আহত ১৩, ক্যাম্পাস বন্ধ কুমেকে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে আহত শিক্ষার্থীরা

কুমিল্লা মেডিকেল কলেজে (কুমেক) ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছেন। এ ঘটনায় অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। 

কুমিল্লা: কুমিল্লা মেডিকেল কলেজে (কুমেক) ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৩ জন আহত হয়েছেন। এ ঘটনায় অনির্দিষ্টকালের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

 

কুমেক কর্তৃপক্ষের নির্দেশে বেলা সাড়ে ১১টার মধ্যে হল ছেড়ে গেছেন ছাত্ররা। আর ছাত্রীদের হল ছাড়তে বলা হয়েছে বিকেল ৪টার মধ্যে।

কুমেক হোস্টেলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বুধবার (২৮ ডিসেম্বর) ভোর ৪টার দিকে অষ্টম ব্যাচের শিক্ষার্থী ছাত্রলীগ নেতা পলাশ ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছাত্রলীগ নেতা হান্নান গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এর জের ধরে সকালে আবারো সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ। এতে উভয়পক্ষের অন্তত ১৩ জন আহত হন। তারা কুমেক হাসপাতালে চিকিৎসাধীন। তবে তাদের নাম পাওয়া যায়নি।

স্থানীয় সূত্র জানায়, কুমেকের শেখ রাসেল ছাত্রাবাস ও ডা. শাহ আলম বীর উত্তম ছাত্রাবাস ছাত্রলীগের দু’টি পক্ষের মধ্যে এ সংঘর্ষ হয়।  

দুই মাস আগেও একবার তাদের মধ্যে সংঘর্ষ হয়।  

কোতোয়ালি থানার ইন্সপেক্টর মো. সালাউদ্দিন বাংলানিউজকে জানান, শিক্ষার্থীরা হল ত্যাগ করেছেন। এছাড়া ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।