ঢাকা, শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ফেনীতে ছুরিকাঘাতে যুবলীগ কর্মী খুন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:০৮, ডিসেম্বর ২৮, ২০১৬
ফেনীতে ছুরিকাঘাতে যুবলীগ কর্মী খুন

ফেনীতে রাজনৈতিক প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ সোহেল (২৮) নামে এক যুবলীগ কর্মী খুন হয়েছেন।

ফেনী: ফেনীতে রাজনৈতিক প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ সোহেল (২৮) নামে এক যুবলীগ কর্মী খুন হয়েছেন।

 

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুর ১টার দিকে ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের মমতাজ মিয়ার হাট এলাকায় এ ঘটনা ঘটে।

সোহেল ওই এলাকার আব্দুল গফুরের ছেলে।

 

স্থানীয় বাজার কমিটির সেক্রেটারি সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মিয়া জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপুরে পাশের দৌলতপুর এলাকার রুবেল ও ভুট্টোর সঙ্গে সোহেলের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা সোহেলকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) শহীদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তদের আটক করার চেষ্টা চলছে।

স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও জানান, সোহেল যুবলীগ কর্মী ছিলেন। হত্যাকারীরা তার রাজনৈতিক প্রতিপক্ষ।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
বিএসকে/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।