রাজশাহী: রাজশাহী জেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার তার পরিষদের সদস্য ও নারী সদস্যদের নিয়ে হজরত শাহ মখদুম (র.) ও জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের মাজার জিয়ারত করেছেন।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে পরিষদের সদস্যদের নিয়ে তিনি প্রথমেই রাজশাহী মহানগরীর দরগাপাড়ায় হজরত শাহ মখদুমের (র.) মাজারে যান।

শহীদ এএইচএম কামারুজ্জামানের মাজারের ছবি, বাংলানিউজ
এ সময় মোহাম্মদ আলী সরকারের সঙ্গে জেলা পরিষদের নব-নির্বাচিত সদস্যরা ছাড়াও তার কর্মী-সমর্থক ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বুধবার অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে জয়লাভ করেন মোহাম্মদ আলী সরকার।
বাংলাদেশ সময়: ১৭২৬ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৬
এসএস/আইএ