প্রত্যক্ষদর্শীরা জানায়, ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালনের অনুষ্ঠানে মিজান ও রনি গ্রুপ একই সময় একটি র্যালি বের করে।
র্যালিটি চৌরাস্তায় আসার পর পরই দু’গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্লা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
একপর্যায়ে উভয়গ্রুপের কর্মীরা দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় গ্রুপের ১০ জন আহত হয়। এসময় পথচারীদের ভয়ে দিকবিদিক ছোটাছুটি করতে দেখা যায়। শহরের দোকান-পাটও বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কয়েক রাউন্ড রাবার বুলেট ও টিয়ার শেল নিক্ষেপ করে। এ সময় মোস্তাকিম নামে একজন গুরুতর আহত হয়।
এ রিপোট লেখা পর্যন্ত দফায় দফায় ধাওয়া পাল্টা চলছিল।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর বলেন, ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে কমিটি নিয়ে দীর্ঘদিন ধরে এ দ্বন্দ্ব চলে আসছে। তবে বর্তমানে পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৭
আরএ