ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

আরও ধৈর্য ধরুন, বিএনপিকে নাসিম

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৯ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
আরও ধৈর্য ধরুন, বিএনপিকে নাসিম

ঢাকা: বিএনপিকে আরও ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ১৪ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

শনিবার (১৪ জানুয়ারি) আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের এক সভা শেষে সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান তিনি।
 
তিনি বলেন, গত এক বছর বিএনপি ধৈর্য ধরে আছে।

আমরা আহ্বান জানাই, আরও ধৈর্য ধরে থাকুন। নির্বাচন ২০১৯ সালে যথা সময়ই হবে। সেই নির্বাচনে অংশ নেবেন আমরা প্রত্যাশা করুন।

১৪ দলের এ সভায় সভাপতিত্ব করেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, সভায় ১৪ দলের পক্ষ থেকে শেখ হাসিনার সরকারকে আবারও অভিনন্দন জানানো হয়েছে। বিশেষ করে জঙ্গিবাদ দমনের সরকারের সফলতাকে অভিনন্দন জানানো হয়। বলা হয়, এত অল্প সময়ে শেখ হাসিনার জঙ্গিবাদ দমন বিশ্বের মধ্যে একটা বিস্ময়। শেখ হাসিনার নেতৃত্বে সরকার বাংলাদেশকে আরও এগিয়ে নেওয়ার যে পরিকল্পনা নিয়েছে তা বাস্তবায়ন হবে বলে প্রত্যাশা করা হয়েছে।  
এ জন্য ১৪ দল সার্বিক সহযোগিতা করে যাবে।  

নাসিম বিএনপির উদ্দেশে বলেন, আমরা বিএনপিকে ধৈর্য ধরার আহ্বান জানাই। এতদিন ধৈর্য ধরেছেন আরেকটু ধৈর্য ধরেন। সংবিধান অনুযায়ী নির্বাচন যথা সময়ে হবে। রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠনের উদ্যোগ নিয়েছেন। নতুন কমিশন গঠন হবে। সেই কমিশনকে একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য সহযোগিতা করবেন এ প্রত্যাশা করি।  

বিএনপি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি না পেলে উদ্যান দখল করে নেওয়ার হুমকি প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে নাসিম বলেন, বিশ্বের সব দেশেই সমাবেশের অনুমতি নিতে হয়। অনুমতি না পেলে সমাবেশ করার চেষ্টা করা হয়। বিএনপিকে বলবো ধৈর্য ধরেন, এতে মানুষও খুশি হবে।  

১৪  দলের এ সভায় আরও উপস্থিত ছিলেন- আওয়ামী লীগর যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, জাসদের একাংশের সাধারণ সম্পাদক শরিণি আক্তার, জাসদ আরেক অংশের সাধারণ সম্পাদক নাজমুর হক প্রধান, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য আনিসুর রহমান মল্লিক, কামরুল আহসান, কমিউনিস্ট কেন্দ্রের আহ্বায়ক ডা.ওয়াজেদুল ইসলাম খান প্রমুখ।  
 

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১৭
এসকে/পিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ