রোববার (১৫ জানুয়ারি) বিকেলে ফজলুকে নাটোর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শামসুল আল আমিনের আদালতে হাজির করে ১৫ দিনের রিমান্ডের আবেদন করেন জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আব্দুল হাই। এসময় শুনানি শেষে বিচারক ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
শুক্রবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে সদর থানার চাঁদপুর পাবনাপাড়া গ্রামে নাটোর ও বগুড়ার পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে ফজলুর রহমানকে আটক করে।
এসময় ফজলুর বাড়ি থেকে বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম, ৪টি পিস্তল, ৬টি ম্যাগজিন ও ১৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পরে বগুড়া ডিবি পুলিশের এসআই জুলহাস উদ্দিন বাদী হয়ে ফজলুর রহমানের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে নাটোর থানায় মামলা দায়ের করেন।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৭
আরএ