শুক্রবার (২০ জানুয়ারি) ঢাকা রিপোটার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ নিউ জেনারেশন পার্টি (বিএনজিপি) ‘রাজনীতিতে সুস্থ ধারা ফিরিয়ে আনতে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এ দাবি জানান তিনি।
নোমান বলেন, এ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না।
অভিযোগ করে তিনি বলেন, ৫ জানুয়ারি ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে সরকার ক্ষমতায় এসেছে। সরকার আবারও গণতন্ত্রের দোহাই দিয়ে নির্বাচনের পাঁয়তারা করছে। জনগণের মতামতকে অগ্রাহ্য, গণতন্ত্র হত্যা করে তারা আবারও নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়। এটা দেশের গণতন্ত্রকামী মানুষ কোনোভাবেই মেনে নেবে না বলে হুঁশিয়ার করেন তিনি।
সভায় সংগঠনের সভাপতি জাহিদ ইকবালের সভাপতিত্বে বক্তব্য রাখেন- বিএনপির নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার, নিলুফার চৌধুরী মনি ও এনডিপির প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর হোসেন ঈশা প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৭
আরইউ/পিসি