অনৈতিক এ প্রস্তাবের কারণে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (২২ জানুয়ারি) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন তাকে বহিষ্কার করেন।
বহিষ্কারাদেশ সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, মনিরুজ্জামান রাজিবকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বহির্ভূত কাজে জড়িত থাকার অভিযোগে বহিষ্কার করা হয়েছে।
রাত সাড়ে ৯টার দিকে কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আশিকুল পাঠান সেতু বহিস্কারাদেশের প্রেস বিজ্ঞপ্তি সম্বলিত এক স্ট্যাটাসে সংগঠনের সাধারণ সম্পাদক এস.এম.জাকির হোসাইনকে ধন্যবাদ জানান। দলীয় সাধারণ সম্পাদককে ধন্যবাদ জানিয়ে লিখেছেন-‘অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন এস.এম.জাকির হোসাইন ভাই। অর্থ দিয়ে আর যাই হোক ছাত্রলীগ চলে না। ’
বাংলাদেশ সময় ০১৪৮ ঘন্টা, জানুয়ারি ২৩, ২০১৭
এমএএএম/এসআই