ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ইসি গঠন

‘প্রস্তাবের গোপনীয়তা ভঙ্গ করেছে বিএনপি’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০১ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
‘প্রস্তাবের গোপনীয়তা ভঙ্গ করেছে বিএনপি’

ঢাকা: নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির কাছে বিএনপির প্রস্তাবের গোপনীয়তা বিএনপিই ভঙ্গ করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (২৩ জানুয়ারি) বিকেলে রাজধানীর হোসেনি দালান রোডে ঢাকা মহানগর আ.লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমার বিরুদ্ধে বঙ্গভবনের গোপনীয়তা ভঙ্গের যে অভিযোগ করেছেন, সেটা স্ববিরোধী।

তিনি নিজেই বলেছেন, আমরা কার নাম দিয়েছি, সেটা আ.লীগ নেতারা জানলো কী করে? আবার বলেছেন, আমরা কোনো নামই দেইনি। এটা তার স্ববিরোধী বক্তব্য।

আসলে জেলের ভয়ে বিএনপির নেতারা কেউ কেউ দলের তথ্য গোয়েন্দাদের কাছে ফাঁস করে দেয় বলেও মন্তব্য করেন মন্ত্রী।

তিনি বলেন, বিএনপি রাষ্ট্রপতির কাছে কার নাম প্রস্তাব করেছে, সেটা জানার জন্য বঙ্গভবনের সহযোগিতার দরকার হয় না। বিএনপির নেতারাই যথেষ্ট।

কাদের বলেন, ‘ফখরুল ইসলাম আলমগীর বললেন বঙ্গভবনের সঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের যোগসাজশে গোপনীয়তা ভঙ্গ হয়েছে। আবার তিনি বললেন, কে এম হাসানের নাম আমরা পাঠাইনি। মানে হলো, ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না। ’

ওবায়দুল কাদের বলেন, ‘সাবেক প্রধান বিচারপতি কেএম হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার জন্য বিচারপতিদের বয়স বাড়িয়ে ৬৫ থেকে ৬৭ করেছিলো বিএনপি সরকার। কেএম হাসান তখন বিএনপির আন্তর্জাতিক সম্পাদক ছিলেন। এত পেয়ারের লোক থাকতে তাকে তো বিএনপি প্রস্তাব করবেনই। ’ 

স্মরণসভায় ওবায়দুল কাদের প্রয়াত এমএ আজিজের স্মৃতি চারণ করে বলেন, এমএ আজিজের আদর্শ অনুসরণ করে রাজনীতি করলে সফল হওয়া যাবেই। তিনি নিজেকে নেতা ভাবেননি দলের একজন কর্মী ভেবে কাজ করেছেন। যদি দলের প্রতি কমিটমেন্ট থাকে তাহলে মূল্যায়ন হবেই। আমি নিজেই তার প্রমাণ। আমি সাধারণ সম্পাদক আগে হইনি, এবার হয়েছি। সঠিক স্বীকৃতি পেয়েছি। ধৈর্য ধরলে মূল্যায়ন হয়।  

তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশে বলেন, মুক্তিযুদ্ধকে, গণতন্ত্রকে বাঁচাতে হলে আওয়ামী লীগকে বাঁচাতে হবে। এ জন্য আওয়ামী লীগের কর্মী বাহিনী বাড়াতে হবে। এত নেতার দরকার নেই, দরকার কর্মীর।  

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন- আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোজাফ্ফর হোসেন পল্টু, দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, ছাত্রলীগের সাবেক সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন প্রমুখ।  

স্মরণসভায় উপস্থিত ছিলেন- ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি প্রধানমন্ত্রীর এপিএস সাইফুজ্জামান শিখর, স্থানীয় সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম প্রমুখ।    

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭
এসকে/পিসি


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।