শপথ গ্রহণের দুইদিন পর সোমবার (২৩ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় রাজধানীর বারিধারায় মার্কিন দূতাবাসে খালেদা জিয়ার অভিনন্দন বার্তা পৌঁছে দেন তার উপদেষ্টা ড. আসাদুজ্জামান রিপন। এর এক ঘণ্টা আগে সকাল সাড়ে ১১টায় ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের কার্যালয়ে অভিনন্দন বার্তাও পৌঁছে দেন তিনি।
বিকেল সাড়ে ৫টায় আসাদুজ্জামান রিপন বাংলানিউজকে বলেন, সোমবার সকালে এক ঘণ্টার ব্যবধানে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউরোপীয় পার্লামেন্টের নবনির্বাচিত প্রেসিডেন্ট অ্যান্টিনিও তাজানিওকে অভিনন্দন বার্তা পৌঁছে দিয়েছি। মার্কিন দূতাবাসের পলিটিক্যাল চিফ ড্যানিয়াল র্যাককভের অভিনন্দন বার্তা গ্রহণ করেছেন। অনুরূপভাবে ইউরোপীয় ইউনিয়নের ঢাকা কার্যালয়েও খালেদা জিয়ার অভিনন্দন বার্তা পৌঁছে দিয়েছি।
বার্তায় দুই বিশ্ব নেতার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দায়িত্ব পালনের ক্ষেত্রে তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করেছেন খালেদা জিয়া। বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক সম্পর্ক জোরদারের ক্ষেত্রে নব নির্বাচিত দুই প্রেসিডেন্ট আরও অগ্রণী ভূমিকা পালন করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির চেয়ারপারসন।
বাংলাদেশ সময়: ১৮১৭ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৭/আপডেট ২০২৬
এজেড/বিএস/আইএ