মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় বনানী কবরস্থানে হতদরিদ্র, ছিন্নমূল, পথশিশু ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করেন তিনি।
প্রয়াত ক্রীড়া সংগঠক আরাফাত রহমানের কোকোর মৃত্যৃবার্ষিকী উপলক্ষে সাবেক জাতীয় ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকরা এ কর্মসূচির আয়োজন করে।
এর আগে, বিকেল পৌনে ৩টায় বনানী কবরস্থানে আসেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় ফুটবল দলের সাবেক গোলরক্ষক আমিনুল ইসলামসহ সাবেক ক্রীড়াবিদদের নিয়ে কোকোর কবরে ফুল দেওয়া এবং জিয়ারত করা হয়।
এদিকে, দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২৪ জানুয়ারি) সকাল থেকেই বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ও সমর্থক আরাফাত রহমান কবর জিয়ারত করতে আসেন।
জাতীয়তাবাদী ওলামাদল কোকোর কবরের পাশে দিনব্যাপী কোরআন তেলাওয়াত, দোয়া-দুরুদ ও বিশেষ মোনাজাতের আয়োজন করে।
দুপুর ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করতে আসা নেতাদের মধ্যে ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, গাজী মাজহারুল আনোয়ার, আতাউর রহমান ঢালী, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সাবেক ছাত্রনেতা আজিজুল বারী হেলাল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, জাসাসের সহ-সভাপতি আশরাফউদ্দিন উজ্জ্বল, বাবুল আহমেদ, সাধারণ সম্পাদক হেলাল খান প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৭
এজেড/আরআইএস/আইএ