সার্চ কমিটি যেন সবার কাছে গ্রহণযোগ্য হয়। বিএনপি যেন তা প্রত্যাখ্যান না করে সেইভাবে রাষ্ট্রপতি সার্চ কমিটি গঠন করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন রিজভী।
রিজভী আরও বলেন, নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটি গঠনের মাধ্যমে বোঝা যাবে রাষ্ট্রপতির কাছে আওয়ামী লীগ বড় না দেশ । সার্চ কমিটি গঠনের মাধ্যমে রাষ্ট্রপতির অগ্নি পরীক্ষা হবে বলেও মন্তব্য করেন তিনি।
বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) স্বাধীনতা হলরুমে জাতীয় নাগরিক সংসদ আয়োজিত ‘২৫ জানুয়ারি বাকশাল গঠন দিবসকে, গণহত্যা দিবস পালন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, রাষ্ট্রপতি সকলের সঙ্গে আলোচনা করে সার্চ কমিটি গঠনের কথা বললেও আওয়ামী লীগের অনেকেই তা প্রত্যাখ্যান করেছেন। এবার হবে রাষ্ট্রপতির অগ্নিপরীক্ষা। আপনার (রাষ্ট্রপতি) কাছে আওয়ামী লীগ বড় না দেশ বড় এ পরীক্ষা হবে। তিনি ইতিহাসের কালো পাতায় থাকবেন নাকি ভালো অংশে থাকবেন সেটি তিনিই বেছে নেবেন।
রিজভী হুঁশিয়ারি দিয়ে বলেন, সার্চ কমিটিতে যদি আওয়ামী লীগের প্রতিফলন ঘটে, তাহলে সেটি মেনে নেওয়া হবে না। সেই তালিকার কাগজ বুড়িগঙ্গায় ছুড়ে ফেলবে জনগণ। সার্চ কমিটি ভালো না হলে সেই কমিটি রাকিবুল-গরিবুল্লাহর মতো হবে। এটা বিএনপি মেনে নেবে না।
বর্তমান সরকার সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বলে প্রতিষ্ঠিত করছে উল্লেখ করে তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতার ঝাড়বাতির মধ্যে রয়েছে। সেই ঝাড়বাতি থেকে সরতে চান না তারা।
সার্চ কমিটি গ্রহণযোগ্য না হলে শক্তিশালী হয়ে মাঠে নামা ছাড়া আর কোনো উপায় থাকবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন রিজভী। সভায় সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের সভাপতি ফরিদা ইয়াসমিন।
বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৭
এমএইচকে/ওএইচ/আরআই