শাহ এএমএস কিবরিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করছেন তার মেয়ে; ছবি-রানা
ঢাকা: মৃত্যুবার্ষিকীতে সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন তার মেয়ে বোস্টন ইউনিভার্সিটির অধ্যাপক ড. নাজলী কিবরিয়া এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতারা
শুক্রবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে রাজধানীর বনানী কবরস্থানে এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা।
আজ থেকে ১২ বছর আগে ২০০৫ সালের ২৭ জানুয়ারি বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্যের বাজারে এক জনসভা শেষে ফেরার পথে গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া।
বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৭
এমইউএম/আরআই
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।